তাজু কান্তি দে, রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি: রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)র হাতে ভারতীয় মদ আটক! বৃহস্পতিবার (২২জুন) আনুমানিক রাত ৯টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লক্ষীছড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি টহল দল খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত পিলাকছড়া নামক স্থান হতে মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ আটক করার বিষয়টি নিশ্চিত করেন ৪৩বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু বক্কর সাইমুম পিএসসি +
আটককৃত ভারতীয় মদ রামগড় থানায় জিডি এন্ট্রি পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।