Home অপরাধ বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ১৬৬তম, শীর্ষে ভিয়েনা
জুন ২২, ২০২৩

বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ১৬৬তম, শীর্ষে ভিয়েনা

বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ১৭৩টি দেশের মধ্যে ঢাকার অবস্থান ১৬৬তম। তালিকায় নিচের দিক থেকে ঢাকার অবস্থান সপ্তম। বৃহস্পতিবার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৩ থেকে এ তথ্য জানা গেছে। তালিকার শীর্ষে আছে অস্ট্রিয়ার ভিয়েনা। এরপর যথাক্রমে- ডেনমার্কের কোপেনহেগেন, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, কানাডার ভ্যানকুভার, সুইজারল্যান্ডের জুরিখ, কানাডার ক্যালগেরি, সুইজারল্যান্ডের জেনেভা, কানাডার টরন্টো। আর যৌথভাবে ১০ নম্বরে আছে জাপানের ওসাকা ও নিউজিল্যান্ডের অকল্যান্ড।

তালিকার শেষের দিক থেকে যথাক্রমে আছে- সিরিয়ার দামেস্ক, লিবিয়ার ত্রিপোলি, আলজেরিয়ার আলজিয়ার্স, নাইজেরিয়ার লাগোস, পাকিস্তানের করাচি, পাপুয়া নিউগিনির পোর্ট মোর্সবি, বাংলাদেশের ঢাকা, জিম্বাবুয়ের হারারে, ইউক্রেনের কিয়েভ ও ক্যামেরুনের দৌয়ালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *