আষাঢ়েও কুয়াশা
আষাঢ় মাসেও কুয়াশা দেখা যাচ্ছে সীমান্তবর্তী জেলা শেরপুরে। বৃহস্পতিবার ভোর থেকে হালকা ও মাঝারি কুয়াশার কারণে সামান্য দূরের জিনিসও ঝাপসা দেখাচ্ছিল। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত স্থায়ী হয় এ কুয়াশা। আষাঢ় মাসের শুরু থেকে শেরপুরে প্রতিদিন কম বেশি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ভোরেও এক পশলা বৃষ্টি হয়েছে।
আষাঢ়ের সকালে এমন কুয়াশা পড়তে ইতোপূর্বে দেখেননি অনেকেই। স্থানীয়রা এটাকে জলবায়ু পরিবর্তনের কারণে এবং আষাঢ় মাসে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ার কারণেই এ অসময়ে শীতের মতো কুয়াশা পড়ছে বলে মনে করছেন।
এখন একদিকে বৃষ্টি হচ্ছে এবং গরমের মাত্রাও কম নয়। অন্যদিকে ভোরে ধোঁয়া ধোঁয়া কুয়াশা থাকায় শেরপুরে এখন এক অন্যরকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে।
শেরপুর জেলায় আবহাওয়া অফিস না থাকায় বর্ষাকালে কেন কুয়াশা দেখা যাচ্ছে এবং আবহাওয়ার গতি প্রকৃতি সম্পর্কে জানা যাচ্ছে না।