Home শিক্ষা-ক্যাম্পাস তেজগাঁও কলেজের বিতার্কিকদের সংবর্ধনা প্রদান
জুন ২১, ২০২৩

তেজগাঁও কলেজের বিতার্কিকদের সংবর্ধনা প্রদান

মোমেনা আক্তার দিনা, তেকসাস প্রতিনিধি: কবিতা, গল্প, উপন্যাস, ছোটগল্প ও গান-গজল, সংগীতসহ সর্বক্ষেত্রেই নজরুলের রয়েছে অসামান্য অবদান। তাই এপার বাংলা ওপার বাংলাসহ পৃথিবীব্যাপী বাঙ্গালী জাতি গোষ্ঠীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করছে নজরুলের জন্মতিথি। নজরুলকে বাঙ্গালী তার গদ্য ও কাব্য পাঠের মাধ্যমে, নাকি সঙ্গীতসুধা শ্রবণে বেশি জনপ্রিয় করেছে তার সমাধান পাওয়া কঠিন। এমনই এক প্রেক্ষাপটে নজরুলজয়ন্তী উপলক্ষ্যে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠিত হয় এক বিতর্ক প্রতিযোগিতা। “নজরুল সংগীতের চেয়ে গদ্য ও কবিতায় বেশি জনপ্রিয়” শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি বাঙলা কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে তেজগাঁও কলেজ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তেজগাঁও কলেজের বিতার্কিকদের গতকাল এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এক সংবর্ধনা প্রদান করা হয়।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতা অনুষ্ঠানটি ২৩ জুন শুক্রবার এটিএন বাংলায় প্রচার করা হবে। প্রধান অতিধির বক্তব্যে ড. মাহফুজুর রহমান বলেন, বাংলা সাহিত্যে জাতীয় কবি নজরুল ইসলামের অবদান কখনোই ভুলবার নয়। জ্ঞান অর্জনের লক্ষ্যে বই পড়ার কোন বিকল্প নেই। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলে জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। তিনি তরুণ প্রজন্মের প্রতি ভরসা রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নজরুল তার এক জীবনে যা লিখেছেন তা মানুষ সারা জীবনে পড়ে শেষ করতে পারবে না। নজরুলের নানা কাব্য ও সংগীত বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। বর্তমানে রাজনৈতিক লেজুরবৃত্তির মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা নানা জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হচ্ছে, যা সঠিক নয়। দেশের সত্যিকারের গুণী ব্যক্তিদের রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার ক্ষেত্রে কেবল জ্ঞান ও যোগ্যতাকের প্রাধান্য দেয়া উচিত বলে মনে করেন জনাব কিরণ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত নাট্য নির্মাতা নওয়াজীশ আলী খান, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ ও তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর সিক্তা দাস প্রমুুখ। চ্যাম্পিয়ন দল তেজেগাঁও কলেজের বিতার্কিরা হচ্ছে আসমা আক্তার, আমরিন ইসলাম বিনি, তিথি রানী পূজা, হাফিজা আক্তার সিনহা ও সাদিয়া জাহান পান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *