Home প্রবাসীর সুখ-দুখ আরব আমিরাতে আজ থেকে মধ্যাহ্ন বিরতি শুরু
জুন ২১, ২০২৩

আরব আমিরাতে আজ থেকে মধ্যাহ্ন বিরতি শুরু

সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য আজ বৃহস্পতিবার (১৫ জুন) থেকে মধ্যাহ্ন বিরতি শুরু হয়েছে। দেশটির শ্রম নীতির অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করেছে মানবসম্পদ মন্ত্রণালয়।

মানবসম্পদ মন্ত্রী নাসের বিন থালি আল হামলি এক ঘোষণা পত্রে বলেন, প্রতি বছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিগত ১৭ বছর থেকে মধ্যাহ্ন বিরতি চলে আসছে।

 

মানবসম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাস দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে। আমিরাতে এখন ৪৪ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এ আইন অমান্যকারী কোম্পানিকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি শ্রমিকের বেলায় ৫ হাজার দিরহাম জরিমানার আইন রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *