Home বিশ্ব ক্রিমিয়ায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকে যে হুশিয়ারি দিল রাশিয়া
জুন ২১, ২০২৩

ক্রিমিয়ায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকে যে হুশিয়ারি দিল রাশিয়া

ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ক্রিমিয়া হামলা করার পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। একই সঙ্গে এরূপ হলে রাশিয়া প্রতিশোধ নেবে বলে হুশিয়ারিও দিয়েছে দেশটি। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে এসব কথা বলেন। খবর আলজাজিরার।

সের্গেই শোইগু বলেন, মস্কোর কাছে এমন তথ্য রয়েছে যে, ইউক্রেন মার্কিন সরবরাহকৃত হিমারস (দূরপাল্লার রকেট সিস্টেম) ও ব্রিটিশ সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় হামলার পরিকল্পনা করছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের বিশেষ সামরিক অভিযানের অঞ্চলের বাইরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অর্থ হলো— ইউক্রেন অবিলম্বে আমাদের ভূখণ্ডে হামলা চালাবে।

তিনি আরও বলেন, আর যদি এ রকম হামলা হয়, তা হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সম্পূর্ণভাবে সংঘর্ষে জড়িয়ে যাবে।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে এবং তখন থেকে তারা এটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। একই সঙ্গে রাশিয়া এ অঞ্চলটি আক্রমণের সুযোগের বাইরে বলে মনে করে।

কিয়েভ রাশিয়ার হামলার বিরুদ্ধে নিজেদের লড়াইকে ঔপনিবেশিক বিজয়ের যুদ্ধে বেঁচে থাকার জন্য সংগ্রাম হিসেবে দেখছে। তারা বলছে, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াসহ সব অঞ্চল তারা পুনরুদ্ধার করতে চায়।

সের্গেই শোইগু বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ৪ জুন থেকে ২৬৩টি হামলা চালিয়েছে। রাশিয়া এটিকে ইউক্রেনের পালটা আক্রমণের শুরু হিসাবে বিবেচনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *