Home প্রবাসীর সুখ-দুখ যুক্তরাষ্ট্রে এলিগেন্ট ওয়ারেন ইদ বাজার সম্পন্ন
জুন ২০, ২০২৩

যুক্তরাষ্ট্রে এলিগেন্ট ওয়ারেন ইদ বাজার সম্পন্ন

যুক্তরাষ্ট্র মিশিগানের ওয়ারেন সিটিতে শেষ হলো এলিগেন্ট ওয়ারেন ঈদ বাজার ২০২৩

আসছে ইদুল আযহাকে সামনে রেখে ইদের কেনাকাটাকে আরও সহজ করতে ওয়ারেন সিটির আল শাহী প্যালেসে শেষ হলে ইদ বাজার ২০২৩। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই ইদ বাজার।

বিপুল পরিমাণ ক্রেতা সমাগম ঘটে ইদ বাজার। সাজসজ্জা, জুয়েলারিসহ নানা ধরনের পোশাকের সমাহার নিয়ে বসেছিলেন দেশি-বিদেশি উদ্যোক্তারা, শাড়ি ও বিভিন্ন ধরনের পোশাকের পাশাপাশি ছিল খাবারের স্টল, মোট ৩০টি স্টল ছিল এবারের ইদ বাজারে।

বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানসহ বিদেশি ক্রেতাদের লক্ষ্য করা যায় এই ইদ বাজারের আয়োজনে। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ারেন সিটির ডিসট্রিক-১ এর কাউন্সিলর প্রার্থী মো. ইসলাম এবং সাব্বির খান।

ওয়ারেন সিটির ডিস্ট্রিক-২ এর কাউন্সিলর প্রার্থী কবির আহমদ। এছাড়া কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতারা এছাড়াও উপস্থিত ছিলেন- বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

এবারের ইদ বাজারের অরগানাইজার হিসাবে ছিলেন- নারী উদ্যোক্তা পুষ্প রানী, নুসরাথ মতিন এবং লিজু চৌধুরী। ইদের আগে এতো সুন্দর একটি আয়োজনের জন্য আগত দর্শনার্থী এবং ক্রেতা-সাধারণেরা আয়োজকদের ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *