Home অপরাধ ‘নাদিম হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে’
জুন ২০, ২০২৩

‘নাদিম হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে’

সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি বলেন, সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হবে। সেই তদন্তে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবে তারা যতোই ক্ষমতাধর হোক। তার যেন আইন অনুযায়ী বিচার হয়।

আজ মঙ্গলবার (২০ জুন) দুপুরের নিলক্ষিয়া ইউনিয়নে গুমেরচর সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের গ্রামের বাড়িতে পরিবারের খোঁজখবর ও নিহত নাদিমের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপজেলা আ. লীগের সভাপতি শাহিনা বেগম, সহ সভাপতি মফিজ উদ্দিন, সহ সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিক নাদিমের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *