Home বিশ্ব গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৩ শতাধিক পাকিস্তানির প্রাণহানি
জুন ১৯, ২০২৩

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৩ শতাধিক পাকিস্তানির প্রাণহানি

গ্রিস উপকূলে সম্প্রতি অতিরিক্ত যাত্রী নিয়ে মাছ ধরার একটি নৌকা ডুবে তিন শতাধিক পাকিস্তানি নাগরিকের প্রাণহানি ঘটেছে। খবর সিএনএন। পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান মুহাম্মদ সাদিক সাঞ্জরানি রোববার (১৮ জুন) এক বিবৃতিতে এই প্রাণহানির সংখ্যা প্রকাশ করেন। প্রাণ হারানো নাগরিকদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

সাদিক সাঞ্জরানি বলেন, আমাদের জন্য আমাদের দোয়া রয়েছে। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। অবৈধ মানবপাচারের মতো ঘৃণ্য কাজের নিন্দা জানান তিনি।

গ্রিক কর্তৃপক্ষ অবশ্য প্রাণহানির শিকার পাকিস্তানি নাগরিকদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

পাকিস্তান কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশটি আইএমএফের কাছ থেকে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে চাইছে।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে প্রবৃদ্ধি প্রায় থমকে গেছে এবং গত এক বছর ধরে মুল্যস্ফীতি বেড়েছে। প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানিতে দেশটিকে হিমশিম খেতে হচ্ছে।

অপেক্ষাকৃত ভালো ভবিষ্যতের জন্য বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে যেতে দেখা যায় অনেক পাকিস্তানিকেই।

প্রাণহানির শিকার পাকিস্তানি নাগরিকদের জন্য সোমবার জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *