Home প্রবাসীর সুখ-দুখ সৌদি আরবে আরও ১৬ হাজার অবৈধ প্রবাসী আটক
জুন ১৯, ২০২৩

সৌদি আরবে আরও ১৬ হাজার অবৈধ প্রবাসী আটক

অবৈধ প্রবাসীদের আটকের অভিযান এখন চলছে সৌদি আরবে। গত এক সপ্তাহে দেশটির পুলিশ আরও ১৬ হাজার ৬৪৯ জন প্রবাসীকে আটক করেছে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে তাদেরকে। গাল্ফ নিউজের এক প্রতিবেদনে ২৭ মার্চ, সোমবার এ তথ্য জানানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, সৌদি আরবে কয়েক মাস ধরে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান চলছে। এরই অংশ হিসেবে ১৬ থেকে ২২ মার্চের মধ্যে ১৬ হাজার ৬৪৯ জন প্রবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে ৯ হাজার ২৫৯ জন, সীমান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৮৯৯ জন, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৪৯১ জনকে আটক করা হয়।

খবরে আরও বলা হয়, আটককৃতদের মধ্যে ২ হাজার ৩৬৭ জন নারী রয়েছেন। এছাড়া কেউ যদি অবৈধভাবে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে কাউকে সাহায্য করে থাকে তাকেও কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার হতে পারে।

গত সপ্তাহেও ১৬ হাজার ৪৭১ জন প্রবাসীকে আটক করা হয়েছিল বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল। তবে আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *