মালয়েশিয়ায় বাংলাদেশি নারী পিএইচডি গবেষকের মরদেহ উদ্ধার
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি বাসা থেকে পুলিশ বাংলাদেশি এক নারী পিএইচডি গবেষকের মরদেহ উদ্ধার করেছে। মৃত বাংলাদেশি নারীর নাম সাদিয়া জামান। বৃহস্পতিবার (১৫ জুন) সেরি কেমবাঙ্গানের সেরদাং পেরদানায় তার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় বিকেল ৩টা ৬ মিনিটে একটি জরুরি কল পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় সেরডাং জেলা পুলিশ।
পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার আগে ভিকটিম ও তার বন্ধুরা একটি ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন। পার্টি চলাকালীন ওই নারীকে কিছুটা বিষন্ন দেখাচ্ছিল।
কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনও কোনো কিছু জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে জানাতে পারবে পুলিশ। তবে এখন পর্যন্ত এটিকে আকস্মিক মৃত্যু বলেই মনে করা হচ্ছে।