Home কৃষি ও প্রকৃতি ডুমুরিয়ায় মিষ্টি আলু চাষে সাফল্য কৃষকদের মুখে হাসি
জুন ১৯, ২০২৩

ডুমুরিয়ায় মিষ্টি আলু চাষে সাফল্য কৃষকদের মুখে হাসি

 খুলনা সংবাদদাতা: খুলনার ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম বারের মত ৪৫ হেঃ জমিতে মিষ্টি আলুর আবাদ হয়েছে। বারি জাতের মিষ্টি আলু ৮ এবং ১২ জাতের আলুর ভাল ফলনে খুশি উপজেলার কৃষকরা ।

উপজেলার খনিয়া গ্রামের জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আবুহানিফ মোড়ল  বলেন, কৃষি অফিস থেকে প্রথম বারের মত লতি ও সার পেয়ে ২০ শতক জমিতে বারি মিষ্টি আলু ১২ জাতের আলু চাষ করেন তিনি। আগামীতে আবাদ আরো বৃদ্ধি পাবে বলেও মনে করছেন তিনি।

সলুয়া গ্রামের কৃষক রনজিত মন্ডল বলেন, প্রদর্শনী সহায়তা ও প্রশিক্ষণ পেয়ে আমি ২০ শতক জমিতে প্রথম বারের মত বারি মিষ্টি আলু ০৮ জাতের আলুর আবাদ করেছিলাম এবং ৪২ মণ আলু পেয়েছি, বাজার মূল্যও গোল আলুর তুলনায় ভাল এবং ঝুঁকি কম, এজন্য আগামীতে এর আবাদ আরও বৃদ্ধি পাবে।উপজেলার শরাফপুর ইউনিয়নের কালিকাপুর ব্লকে কৃষক  অলিয়ার রহমান শেখ, প্রদর্শনী ২০ শতক  জমিতে মেটে আলুর চাষ করে ৩০ মণ আলু পেয়েছে। এতে খরচ বাদে ১৮ হাজার টাকা লাভ পেয়েছে ।

এছাড়া পরবর্তী তে সে কাটিং সংরক্ষণ করে এবং নিজ উপজেলাসহ তালা উপজেলায় কাটিং বিক্রি করে২৫ হাজার ৫০০টাকা বিক্রি করেন। তাছাড়া ১৫-২০জন এলাকার কৃষককে  কাটিং সম্প্রসারণ করেছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, এটি স্বল্প সময়ে এবং অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের একটি সবজি। উপজেলার আবহাওয়া এবং মাটি এটি চাষের জন্য উপযোগী এবং এ ফসলে ঝুঁকি ও কম। এটি মাটিকে ঢেকে রাখে বলে মাটিতে অনেক দিন রস থাকে, আগাছা কম হয় এবং এর পাতা পচে উৎকৃষ্ট সার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *