Home প্রবাসীর সুখ-দুখ জনশক্তি রপ্তানি নিয়ে কুয়েতের রাষ্ট্রদূত সুখবর দিলেন
জুন ১৯, ২০২৩

জনশক্তি রপ্তানি নিয়ে কুয়েতের রাষ্ট্রদূত সুখবর দিলেন

প্রথমবারের মতো কুয়েতের সঙ্গে বাংলাদেশ জিটুজি চুক্তি করেছে। এ চুক্তির ফলে শিগগিরই কুয়েতে নার্সসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তি রপ্তানি করা যাবে বলে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান জানিয়েছেন।

তিনি গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান। দীর্ঘদিনের প্রচেষ্টার পর এই চুক্তি সই হয় গত ৩১ মে।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান বলেন,কুয়েতের শ্রমবাজার বাংলাদেশের জন্য খুবই সম্ভাবনাময় একটি খাত। এর মাধ্যমে প্রথমবারের মতো সরকারিভাবে কুয়েতে আসতে পারবে নার্স ও ল্যাব টেকনিশিয়ানরা।

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতে গড়ে উঠছে বহুতল ভবন। নতুন করে তৈরি হচ্ছে রাস্তাঘাট, অফিস-আদালত, স্কুল-কলেজ ও হাসপাতাল। এসব কাজে দেশটির শ্রম বাজারে জনশক্তির চাহিদা বেড়েই চলেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন শ্রমবাজার খুঁজছে কুয়েত।

গত বছর থেকে নার্স নিয়োগের মধ্যদিয়ে কুয়েতে দক্ষ জনশক্তির দ্বার খুলেছে। তারা কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। বছর যেতে না যেতেই নতুন করে যোগ হয়েছে জিটুজি চুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *