Home অপরাধ রাষ্ট্রপতির সঙ্গে কমিশনারদের নিয়ে সিইসির সাক্ষাৎ
জুন ১৯, ২০২৩

রাষ্ট্রপতির সঙ্গে কমিশনারদের নিয়ে সিইসির সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসির তিন সদস্য।

আজ সোমবার (১৯ জুন) বঙ্গভবনে দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এ সাক্ষাৎ করে।

সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ইসির এটিই ছিল প্রথম সৌজন্য সাক্ষাৎ। ইসি সদস্যরা নির্বাচনসহ নানা ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। বঙ্গভবনে তারা ৪৫ মিনিটের মতো অবস্থান করেন।

সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *