মালয়েশিয়ায় মহিলার অন্তর্বাস চুরির অপরাধে বাংলাদেশি যুবকের কারাদণ্ড
মালয়েশিয়ায় দুই সপ্তাহ আগে বাংলাদেশি এক যুবক ৫৭ বছর বয়সী এক মহিলার অন্তর্বাস চুরি করেছেন। এমন অভিযোগের ভিত্তিতে ওই যুবকের তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। শুক্রবার মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তের নাম হোসেইন মোহাম্মদ ইকবাল (৩২)। গত ৭ জুন দেশটির স্থানীয় সময় বিকেল ৩.৩০ মিনিটে ইকবাল অ্যাপার্টপেন্ট থবয়সী মহিলার অন্তর্বাস চুরি…. করেন। অন্তর্বাসটির দাম ৫ রিঙ্গিত যা বাংলাদেশি মুদ্রায় ১১৭ টাকার সমান।
ভুক্তভোগী ওই নারী জানান, তিনি সিসিটিভিতে অভিযুক্তকে তার অন্তর্বাস চুরি করতে দেখেন এবং এরপর পুলিশে রিপোর্ট করেন। এরপর গত ১২ জুন ইকবালকে গ্রেফতার করা হয়। এ দিন থেকে ইকবালের তিন মাসের কারাদণ্ড গণনা করা হবে।
এর আগে, ডেপুটি পাবলিক প্রসিকিউটর মুহাম্মাদ এহসান নাসারউদ্দিন আদালতকে বলেন অভিযুক্তকে মুক্তি দেওয়া হলে বা জরিমানা করা হলে এলাকায় ফিরে গেলে স্থানীয় সম্প্রদায়ের বিরক্তির বিষয়টি বিবেচনায় নিয়ে কারাগারের সাজা দিতে বলেন। তার যুক্তি, বিদেশি হিসেবে অভিযুক্তের অনৈতিক আচরণ মেনে নেওয়া উচিত নয়।
অভিযুক্ত বাংলাদেশি যার কোনো আইনজীবী প্রতিনিধিত্ব করেননি, তিনি কম জরিমানার জন্য আবেদন করেছিলেন।
পরবর্তীতে ভুক্তভোগী মহিলার অভিযোগ দায়েরের পর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালাক্কা প্রদেশের আয়ার কেরোহ শহরের ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে এই সাজা দেন।
ম্যাজিস্ট্রেট নুরুল আসিকিন রোজলী অভিযোগের সত্যতা, অভিযুক্তের আপিল ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে এই সাজা ঘোষণা করেন।