Home শিক্ষা-ক্যাম্পাস শাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ২০
জুন ১৮, ২০২৩

শাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ২০

বহিরাগত প্রবেশে নিষেধ করার জেরে বাকবিতণ্ডার একপর্যায়ে ধাওয়া পাল্টা ও সংঘর্ষে জড়ান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়রা।  এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ আহত হন প্রায় ২০ এর অধিক শিক্ষার্থী। শুক্রবার বিকাল ৫টা থেকে শুরু হয় এ ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় অনেককেই দেশীয় এবং ধারালো অস্ত্র হাতে দেখা যায়।

স্থানীয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন দোকানপাট ভাঙচুর করা হয়।

এ সময় স্থানীয় যুবলীগ নেতা দুলালের নেতৃত্বে হামলা করতে দেখা যায় স্থানীয়দের। এ সময় প্রধান ফটক সংলগ্ন যুবলীগের অফিস থেকে তারা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের দিকে হামলা করতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এতে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন প্রায় ২০ এর অধিক শিক্ষার্থী। সংঘর্ষে ইটের আঘাতে আহত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, সহকারী প্রক্টর মোহাম্মদ মিজানুর রহমান, লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকীসহ কয়েকজন সহকারী প্রক্টর, শিক্ষার্থী এবং নিরাপত্তারক্ষীরাও।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত একজন প্রবেশ করতে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে নিরাপত্তারক্ষীর গায়ে হাত তোলেন তারা। এসময় উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গেও তর্কে জড়ান বহিরাগতরা। এর এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়রা।

এ সময় স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশে ইটপাটকেল নিক্ষেপ, সাইকেল ভাঙচুর করেন বলে জানা যায়। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরাও স্থানীয়দের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে রয়েছে। আমরা পরবর্তীতে দুই পক্ষকে নিয়ে বসে আলোচনা করে এর সমাধান করব।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। এর এক পর্যায়ে তারা ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ান। এখন পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *