প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান, বিএনপি নেতা গ্রেফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে শহরের ধানবান্ধিস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল ওই স্লোগান সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষ্যে মঞ্চে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন। এক পর্যায়ে তিনি স্লোগানে বলেন, ‘এ লড়াই হাসিনা মারার।’
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মজিদ রাশিদুল হাসান রঞ্জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর শুক্রবার রাতেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ একটি মামলা দায়ের করেছেন। পরে রাতেই তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে রাশেদুল হাসান রঞ্জনকে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।