Home দুর্ণীতি সাংবাদিক হত্যায় ভয়েস অফ বাংলা’র প্রকাশক ও সম্পাদকের নিন্দা
জুন ১৬, ২০২৩

সাংবাদিক হত্যায় ভয়েস অফ বাংলা’র প্রকাশক ও সম্পাদকের নিন্দা

সাংবাদিক গোলাম রব্বানীর খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন: ভয়েস অফ বাংলাদেশের প্রকাশক ও সম্পাদকজামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত গোলাম রব্বানী নাদিম অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়িতে ফেরার সময় ১০-১২ জন দুর্বৃত্ত সন্ত্রাসী, সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর নৃশংস হামলা করে। স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে রাতেই তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।সাংবাদিক গোলাম রব্বানীর হত্যার ঘটনায় ভয়েস অফ বাংলাদেশের প্রকাশক এনামুল হাফিজ ও সম্পাদক এস.এইচ.এম. আব্দুল কাদেরের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।বার্তা প্রেরক
সহ-সম্পাদক,
তানিশা হাফিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *