Home অপরাধ সন্ত্রাসী হামলায় সাংবাদিক নাদিম নিহত, দোষীদের বিচার দাবি
জুন ১৬, ২০২৩

সন্ত্রাসী হামলায় সাংবাদিক নাদিম নিহত, দোষীদের বিচার দাবি

ছিয়াম, ইসলামপুর প্রতিনিধি
 দুপুরে (১৫ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে বকশিগঞ্জের উপজেলার পাথাটির এলাকার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা যায়, গতকাল রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামালপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আজ সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হসপিটালে নেওয়া হয়। সেখানে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একাত্তর টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি মামুন আনসারী সুমন বলেন, তার মৃত্যুতে আমরা শোকাহত। নাদিম হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করার দাবি জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *