Home অপরাধ খাগড়াছড়িতে বিশেষ অভিযানে অস্ত্রসহ ০১ জন আসামী গ্রেফতার
জুন ১৬, ২০২৩

খাগড়াছড়িতে বিশেষ অভিযানে অস্ত্রসহ ০১ জন আসামী গ্রেফতার

রামগড় উপজেলা প্রতিনিধি, খাগড়াছড়ি সংবাদদাতা :
পুলিশ সুপার  খাগড়াছড়ি পার্বত্য জেলা মহোদয়ের  দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জনাব মোঃ আরিফুর রহমান খাগড়াছড়ি সদর থানা মহোদয়ের নেতৃত্বে এসআই(নিঃ) মিনহাজুল আবেদিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারনে যে, খাগড়াছড়ি সদর থানাধীন ০৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের পশ্চিমে হাতির কবরের পিছনে মৈত্রী বৌদ্ধ ভাবনা কুটিরের পিছনে পাহাড়ের ভিতর একজন লোক আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গত ১৪/০৬/২০২৩ইং তারিখ বিকাল ১৭.৩০ ঘটিকার সময় বর্ণিত ঘটনাস্থল পৌছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে আসামী প্রত্যয় চাকমা @ প্রীতি(৪৪), পিতা-মৃত আরনন্দ চাকমা, মাতা-মৃত তুলসি মালা চাকমা , গ্রাম- (কৃপাপুর,  ৯নং ওয়ার্ড, ৩নং কবাখালী ইউপি,  উপজেলা/থানা- দিঘীনালা, জেলা –খাগড়াছড়ি পার্বত্য জেলা এর হেফাজত হইতে ক) একটি দেশীয় তৈরী এলজি যাহার বাটসহ লম্বা ১২ ইঞ্চি,  খ) দুইটি ১২ বোর কার্তুজসহ  গ্রেফতার করেন। আলামতসহ আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *