Home চাকুরী পুলিশের সার্জেন্ট পদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
জুন ১৫, ২০২৩

পুলিশের সার্জেন্ট পদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্জেন্ট পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ২২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিজের স্বাক্ষরসহ দুই কপি চিকিৎসার ইতিবৃত্ত ফরম নিয়ে খালি পেটে কেন্দ্রে হাজির হতে হবে।

সার্জেন্ট পদে জনবল নিয়োগে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৭৮ জন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে । এসব প্রার্থীর এখন স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *