Home খেলা এমবাপ্পেকে পিএসজিতে রাখতে যা বললেন ম্যাক্রোঁ
জুন ১৫, ২০২৩

এমবাপ্পেকে পিএসজিতে রাখতে যা বললেন ম্যাক্রোঁ

রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে বলে গুজব রটেছে। তবে তা নাকচ করে দিয়েছেন তিনি। তার সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে দ্র প্যারিসিয়ানদের। তবু চলতি গ্রীষ্মেই এমবাপ্পেকে পেতে মরিয়া রিয়াল। এ জন্য তাকে ২০০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত তারা। এমবাপ্পের বর্তমান পরিস্থিতি বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নিকট জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, আমার কাছে স্কোপ নেই। তবে আমি এ জন্য চেষ্টা করব। তাকে থাকার জন্য চাপ দেব।

এদিকে পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করতে চান না এমবাপ্পে। এরই মধ্যে ক্লাবটিকে তা জানিয়ে দিয়েছেন তিনি।

এক বছর আগে এমবাপ্পের সঙ্গে একই পরিস্থিতিতে কথা বলেন ম্যাক্রোঁ। সেই সময়ও তাকে পেতে তীব্র আগ্রহ প্রকাশ করে রিয়াল। শেষমেষ ক্ষীপ্রগতির ফুটবলারকে ফ্রান্সের রাজধানীতে থাকতে রাজি করাতে বিশেষ ভূমিকা পালন করেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট।

সম্প্রতি রিয়াল ছেড়ে সৌদি আরব চলে গেছেন করিম বেনজেমা। হ্যারি কেনের সঙ্গেও চুক্তি করতে পারেনি লস ব্লাঙ্কোজরা। ফলে এমবাপ্পের ওপর তীক্ষ্ণ নজর দিয়েছে তারা।

অবশ্য মোনাকোতে থাকার সময় থেকেই এমবাপ্পেকে পাওয়ার চেষ্টা করছে রিয়াল। এবার ট্রান্সফার উইন্ডোতে তাকে পাওয়া সুবর্ণ সুযোগ পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *