Home বিনোদন সার্জারি করে তোপের মুখে শুভশ্রী
জুন ১৫, ২০২৩

সার্জারি করে তোপের মুখে শুভশ্রী

টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই অনুরাগীদের জন্য নতুন নতুন ছবি শেয়ার করেন। এতে যে সবসময় প্রশংসাই মেলে এমনও কিন্তু নয়। কখনো সমালোচনার মুখেও পড়তে হয় এই অভিনেত্রীকে। যদিও বিষয়গুলো নিয়ে বরাবরই চুপ থেকেছেন তিনি।  বর্তমানে রাজপত্নী ব্যস্ত রয়েছেন ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিংয়ে। এ রিয়্যালিটি শোতে মিঠুন চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচারকের আসন উজ্জ্বল করেছেন তিনি।

ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগতজীবন নিয়েও সবসময় চর্চায় থাকেন শুভশ্রী। শুটিং সামলে সবসময় তিনি চেষ্টা করেন একমাত্র সন্তান ইউভানকে সময় দিতে।

এসব ব্যস্ততার মাঝেই ‘ড্যান্স বাংলা ড্যান্স’র শুটিংয়ের ফাঁকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি এবং রিল ভক্তদের জন্য শেয়ার করেছেন তিনি।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘হা হা হা এটিই হচ্ছে খুব মজার।’ রিলের ক্যাপশনে লিখেছেন— ‘নমনীয় ওপর আত্মা’।

ছবিতে শুভশ্রীকে দেখা গেছে, মুখে চড়া মেকআপের সঙ্গে সোনালি রঙের পোশাকে সেজে উঠতে।

কিন্তু ছবিগুলো প্রকাশের পরেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী। অনেকেই তার মুখে সার্জারি করানো নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ সরাসরি বলেছেন, ‘সার্জারি করিয়ে মুখটা নষ্ট করে ফেলেছেন।’

কেউ মন্তব্য করছেন— আগেই দেখতে সুন্দর ছিলেন এই অভিনেত্রী। সার্জারির পর এখন আর আগের মতো দেখতে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *