Home চাকুরী সিজিপিএ অনেক কম নিয়েও বাংলাদেশ ব্যাংকে এডির চাকরি পেলেন মামুন
জুন ১৫, ২০২৩

সিজিপিএ অনেক কম নিয়েও বাংলাদেশ ব্যাংকে এডির চাকরি পেলেন মামুন

ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি ঝোঁক ছিল মো. হাসান আল মামুনের। আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ঝোঁক আরও বেড়ে যায়। ফুটবল ও ক্রিকেট দুটোই খেলতেন সমানতালে। খেলাধুলায় বেশি সময় দেওয়ার কারণে স্নাতকের সিজিপিএ কম আসে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে ২.৬৭ সিজিপিএ নিয়ে স্নাতক পাস করেন।

এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীন এমবিএতে। সেখানেও খেলাধুলায় বেশি সময় দেওয়ার কারণে সিজিপিএ আসে ২.৭৮। ২০২০ সালে আইবিএ থেকে এমবিএ পাস করার পর সরকারি চাকরির প্রস্তুতি শুরু করেন মো. হাসান আল মামুন।

মো. হাসান আল মামুনের ইচ্ছা ছিল বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদে চাকরি বা বিসিএস ক্যাডার হওয়ার। গত বছর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাস করে মৌখিক পরীক্ষায় বাদ পড়েন। এবার এডি পদে চূড়ান্ত ফলাফলে ৪৬তম হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *