Home চাকুরী বিসিএসের কাট মার্কস প্রকাশ করবে কি না, জানাল পিএসসি
জুন ১৫, ২০২৩

বিসিএসের কাট মার্কস প্রকাশ করবে কি না, জানাল পিএসসি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর বিসিএসের প্রিলিমিনারির কাট মার্কসের বিষয়টি সামনে এসেছে। চাকরিপ্রার্থীদের প্রশ্ন—সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রিলিমিনারির কাট মার্কস প্রকাশ করবে কি না? তবে পিএসসি বলছে, তারা সবকিছু প্রকাশ করে না। এর পেছনে কিছু যুক্তিও দিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

কাট মার্কস হচ্ছে এমন একটি নির্দিষ্ট নম্বর, যেটির ওপর ভিত্তি করে প্রার্থী পাস না ফেল, তা নির্ধারিত হয়। যদি নির্ধারিত হয় ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে কাট মার্কস ১২০, তাহলে এই নম্বর যেসব প্রার্থী পাবেন, তাঁরা প্রিলিমিনারিতে পাস করবেন। এখন সরকারি বেশির ভাগ চাকরির পরীক্ষাতেই প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। আর পরীক্ষার ফল প্রকাশের পর কাট মার্কসের বিষয়টি সামনে আসে।

প্রিলিমিনারির কাট মার্কস কীভাবে নির্ধারিত হয়, তা জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, কাট মার্কস সব সময় এক রকম থাকে না। এটি নির্ধারিত হয় বিভিন্ন বিষয়ের ওপর। যখন যে বিসিএস হয়, সেই বিসিএসের নানা বিষয়ের ওপর নির্ভর করে নির্ধারিত হয় কাট মার্কস। পিএসসির সদস্যরা পারিপার্শ্বিক নানা বিষয় বিবেচনায় এনে কাট মার্কস নির্ধারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *