রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩জুন) ভোর ৫টায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১০ ব্লক এইচ/৩২ এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এইচ/৩২ এর ফজু মিয়ার ছেলে বশির উল্লাহ (৩৫)।
ক্যাম্প সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার ভোরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে আরসা ও আর এস ও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপ মিলে আনুমানিক ১০ থেকে ১২ রাউন্ড গুলি বিনিময় করে। পরে গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে ভর্তি করা নেওয়া হয়। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে কক্সবাজার যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে গোলাগুলিতে জড়িতরা আরসা ও আরএসও’র সন্ত্রাসী বলে দাবি ক্যাম্পবাসীর।
উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ভোরে রোহিঙ্গা ক্যাম্প দুই সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।