শিবসা নদীর তীরে ৯০ কেজি ওজনের ডলফিন উদ্ধার
খুলনার পাইকগাছা শিবসা নদীর তীরে ৯০ কেজি ওজনের ডলফিন উদ্ধার করেছে এলাকাবাসি।
সোমবার সকাল ৬ টায় পৌরসভার শিববাটী ব্রিজ সংলগ্ন ভবেন্দ্র নাথ সানার বাড়ির সামনে নদীর চরে আটকা পড়ে ওই ডলফিনটি। এলাকাবাসী জানান, রাতের জোয়ারের সময় ডলফিন মাছ শিকার করার সময় চরে উঠে আটকা পড়ে। এলাকাবাসী বিশাল আকৃতির ডলফিন টি উদ্ধার করে নদীতে অবমুক্ত করার সময় তার মৃত্যু হয়। স্থানীয় ভবেন্দ্র নাথ সানা জানান, সকালে উঠে দেখে নদীর চরে একটি বিশাল আকারের মাছ বেঁধে আছে। পরে দেখাগেল এটি ডলফিন। সে কারণ মাছটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করতে গিয়ে দেখাযায ডলফিনটি মারা গেছে। মৃত্যু ডলফিনটি দেখতে হাজার হাজার মানুষ শিবসা নদীর চরে ভিড় জমাছে।