Home সারাদেশ নারী শিশু নির্যাতনমুক্ত জামালপুর প্রতিষ্ঠায় আইন শৃঙ্খলা কমিটির সভায় অঙ্গীকার
জুন ১২, ২০২৩

নারী শিশু নির্যাতনমুক্ত জামালপুর প্রতিষ্ঠায় আইন শৃঙ্খলা কমিটির সভায় অঙ্গীকার

ছিয়াম, ইসলামপুর প্রতিনিধি:
মাদক, সন্ত্রাস এবং যানজটমুক্ত একটি শান্তিপূর্ণ জেলা প্রতিষ্ঠার লক্ষ্যে,জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে,জামালপুরে অনুষ্ঠিত হয় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা।
রবিবার(১১ই জুন)জেলা প্রশাসকের সজম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা,উক্ত সভার মাঝে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার, বিজিবি প্রতিনিধি মেজর গাজী সালাহউদ্দিন, জেলা নির্বাহী হাকিম আরিফুল হক, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
সভায় ৭ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণসহ জেলার সংশিষ্ট সরকারি দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি ও অন্যান্য সদস্যগণ অংশ নেন।
সম্প্রতি জামালপুরে নারী, শিশু নির্যাতন, ধর্ষণের মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। যৌন নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণ সৃষ্টি করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে সবাই অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধ, ইজিবাইক নিয়ন্ত্রণ, মাদক, বাল্যবিয়ে প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আসন্ন ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে উদযাপনে পদক্ষেপ গ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্ন নগর প্রতিষ্ঠাসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *