Home সারাদেশ তজুমুদ্দিন স্কুলে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের ল্যাবটপ প্রদান
জুন ১২, ২০২৩

তজুমুদ্দিন স্কুলে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের ল্যাবটপ প্রদান

এইচএম হাসনাঈন, তজুমুদ্দিন উপজেলা প্রতিনিধি:

তজুমদ্দিনে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও নবীন শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

“মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভোলার তজুমদ্দিনে আজ ১২ই জুন রোজ সোমবার তজুমদ্দিন উপজেলা অডিটরিয়াম কাম- মাল্টিপারপাস হলরুমে তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত তজুমদ্দিন উপজেলার ১০৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরনণ ও ২০১৪ সাল হইতে ২০২৩ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা এবং সদ্য নিয়োগপ্রাপ্ত ৮২ জন সহকারী শিক্ষকদের নিয়ে নবীণবরণ,ল্যাপটপ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে জায়নামাজ,শাড়ী ও ধুতি বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
এসময়ে তিনি তার বক্তব্যে বলেন ,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, তিনি স্বপ্ন বাস্তবায়নও করেন। তাই ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ । ইতিমধ্যে বাংলাদেশ
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু করেছে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তজুমদ্দিন উপজেলার ১০৮ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হচ্ছে এই কথা ভেবে যে, স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে।
তিনি প্রতিষ্ঠান প্রধানদের উদ্যেশ্য বলেন,এই ল্যাপটপ প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদেরকে ফ্রিল্যান্সিং এ দক্ষ হিসেবে গড়ে তুলতে। তাই এই ল্যাপটপ যেন প্রতিষ্ঠান প্রধানদের বাড়িতে না যায়‌।

এসময়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল , ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা। ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ , তজুমদ্দিন লাইভ নিউজ এর প্রধান সম্পাদক এইচ এম হাছনাইন, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমনসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও তজুমদ্দিন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ ও নবীন শিক্ষকসহ দুই শতাধিক শিক্ষক -শিক্ষিকাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *