Home বিনোদন দেব জানালেন তিনি ‘বিবাহিত’!
জুন ১১, ২০২৩

দেব জানালেন তিনি ‘বিবাহিত’!

টালিউডের জনপ্রিয় জুটি দেব আর রুক্মিনী। তাদের মিষ্টি প্রেমের গল্পে তারা যেন রূপকথার চরিত্র৷ ছবির বাইরে বাস্তব জীবনেও তাদের প্রেম বেশ মাখোমাখো৷ তবু আজও টালিউডের এলিজিবল ব্যাচেলর দেব৷ তাকে দেখলে তারকা থেকে মিডিয়া, সবার একটাই প্রশ্ন- ‘বিয়ে করছেন কবে?’ সে প্রশ্নের উত্তরও দিলেন তিনি। দেব জানিয়ে দিলেন তিনি আসলেই ‘বিবাহিত’। তবে পাত্রী কে?হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে- দেবের বেশিরভাগ ছবির নায়িকা হলেন রুক্মিনী। বছরে দু-তিনবার একসঙ্গে ছুটিতেও যান তারা।  সবই করছেন বিয়েটা কবে? এমন প্রশ্নে দেব জানিয়ে দিলেন তিনি আসলেই ‘বিবাহিত’।  এটা শুনেই তো ভক্তরা আশ্চর্য।  তারা নিশ্চয়ই ভাবছেন আর পাঁচটা তারকার মতো বিয়েটা লুকিয়ে গেছেন তিনিও। পাত্রী কে? রুক্মিণী মৈত্র নয় তো! এত ভাববেন না, কারণ দেব নিজেই জানিয়ে দিয়েছেন বিয়ের রহস্য। জানিয়েছেন, কাজের সঙ্গে নাকি বিয়ে করেছেন।

দেব আর রুক্মিণী দুজনেই ব্যস্ত রয়েছেন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে।  দেবকে প্রথমবার বড়পর্দায় ব্যোমকেশ বক্সীর ভূমিকায় দেখা যাবে।  রুক্মিণীকে সত্যবতীর চরিত্রে। অজিত হিসেবে আছেন অম্বরীশ ভট্টাচার্য। সত্যম ভট্টাচার্যকে দেখা যাবে মণিলালের চরিত্রে। তৃতীয় শিডিউলের শুটিং শেষ করে এখন চতুর্থ শিডিউলের শুটিং চলছে। ১১ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *