ইউক্রেনের দু’টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার রুশ গণমাধ্যম তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ক্রিমিয়ার আঞ্চলিক প্রধান সের্গেই আক্সিয়ানভ বলেন, ‘কিয়েভের সামরিক বাহিনী ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে তাদের নিজেদের তৈরি গ্রোম-টু বা থান্ডার-টু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে আমাদের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র দু’টি ভূপতিত করতে সক্ষম হয়েছে।’
তিনি জানান, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনায় কেউ হতাহত হয়নি কিংবা কোনো ক্ষতিও হয়নি।
ক্রিমিয়ার জনগণকে উদ্দেশ্য করে সের্গেই আক্সিয়ানভ বলেন, “আমি সবাইকে শান্ত থাকার কথা বলেছি এবং বিশ্বাসযোগ্য তথ্যের ওপর নির্ভর করতে বলেছি।”
গ্রোম-২ হচ্ছে ইউক্রেনের তৈরি স্বল্প পাল্লার ট্যাক্টিক্যাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং মাল্টিপল রকেট লাঞ্চার হিসেবে কাজ করতে পারে। ২০১০ সালের দিক থেকে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র বানানোর চেষ্টা করছে। ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র রপ্তানির চেষ্টা করছে এবং তারা জানিয়েছে-এর পাল্লা ২৮০ কিলোমিটার।