Home সারাদেশ সরকার নদী ভাঙন রোধে ব্যাপক কাজ করছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী
জুন ৭, ২০২৩

সরকার নদী ভাঙন রোধে ব্যাপক কাজ করছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বর্তমান সরকার দেশের নদী ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যাপক কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার সরকার নদী ভাঙুনের ঘর-বাড়ি হারা মানুষের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষে ঘরের ব্যবস্থা করেছেন। সরকাবের মাননীয় প্রধানমন্ত্রীর ঘােষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। সে প্রতিশ্রতি মোতাবেক সরকার কাজ করে যাচেছ। বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।
সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সেখানে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়িয়েছে। বিশ্ব্ব্যাংকের টাকা ছাড়াই পদ্মা সেতু তৈরি করেছে। আজ ২৫ শেষ মে দুপুরে ভােলার তজুমন্দিন শশীগগ্জ মধ্য বাজারে উপজেলা আওয়ামীলীগ আয়ােজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতি মন্ত্রী কর্নেল
(অব.) জাহিদ ফারুক শামীম এসব কথা বলেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে আরাে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় না থাকলে সরকারী সুযােগ সুবিধা বন্ধ হয়ে যাবে এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে বাস্তবায়নাধীন শহর রক্ষা বাঁধ প্রকল্প বাতিল হবে।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ভােলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়।
এ সময় উপন্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাে. নুরুল আলম, ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, পানি উন্নয়ন বাের্ডের অতিরিক্ত মহা-পরিচালক মাে. রমজান আলী প্রামানিক, ভােলা জেলা পুলিশ সুপার মােহাম্মাদ সাইফুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মােশারেফ হােসেন দুলাল, লালমােহন
উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, তজুমদ্দিন উপজেলা আওয়ালীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজুল হক দেওয়ান, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন
পােদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতবৃন্দ। এর আগে বেলা সাড়ে ১১ টায় তজুমদ্দিন উপজেলার সােনাপুর ইউনিয়নের বেড়িবাঁধ
এলাকায় উপজেলার উপকুলীয় বাঁধ পূর্নবাসন নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ (১ম পর্যায়ে) শীর্ষক প্রকল্পের উদ্ভোধন করেন। পরে তিনি মেঘনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। উল্লেখ্য তজুমন্দিন উপজেলায় শহর রক্ষা বাঁধের জন্য প্রায় ১১শত কোটি টাকা বরাদ্দ দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *