টিকটকে অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ
অনলাইন ডেস্ক,
তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে টিকটক বেশ এগিয়ে। প্রচার মাধ্যম হিসেবে ইতোমধ্যে বড় একটা জায়গা করে নিয়েছে টিকটক। এই টিকটক তরুণ-তরুণীদের বেশ প্রিয়। তাই বিভিন্ন রাজনৈতিক দলও টিকটক চালু করছে।
জানা গেছে, ফেসবুক ও ইউটিউবের পর এবার জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুললো আওয়ামী লীগ।
শুক্রবার (২ জুন) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তাদের টিকটক পেজে যুক্ত হতে আহ্বান জানানো হয়। ফেসবুক পোস্টটিতে আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক (https://www.tiktok.com/@albdofficial) যুক্ত করা হয়েছে। এছাড়া কিউআর কোডও দেয়া হয়েছে।
আওয়ামী লীগের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টটিতে গত দুই দিনে ৭টি ভিডিও আপলোড করা হয়েছে। শনিবার বিকাল পর্যন্ত ৩৫৫৬ জন অনুসরণ (ফলোয়ার) করেছেন। যেখানে ৩২৫৪টি ‘লাইক’ পড়েছে।