Home জেলা রাজনীতি বিএনপির ১৯ নেতাকে আজীবন বহিষ্কার
জুন ৪, ২০২৩

বিএনপির ১৯ নেতাকে আজীবন বহিষ্কার

অনলাইন ডেস্ক,

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় মেয়র পদপ্রার্থী রুপণসহ ১৯ বিএনপির নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হ‌য়ে‌ছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় তা‌দের‌ দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

শনিবার রা‌তে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা চিঠিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। মেয়র পদপ্রার্থী কামরুলসহ ১৯ জনকে গত বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি।

তি‌নি আরো ব‌লেন, নির্বাচনের আগে এসে এ ধরনের নির্দেশ পেলে তো আর মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়ানো যায় না।  তি‌নি ব‌লেন, কারণ দর্শানোর নোটিশের জবাব জমা দিয়েছি।

প্রতিটি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতা‌দের‌ নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছিল। একই সঙ্গে ভোটারদের ভোট দিতে নিরুৎসাহিত করার নির্দেশও দেওয়া হয়েছে ওই চিঠিতে।

দলীয় সূত্র জানায়, সিটি নির্বাচনে এবার বিএনপির ১৯ জন বর্তমান ও সাবেক নেতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে কামরুল আহসান রুপণ মেয়র পদপ্রার্থী হয়েছেন। তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।

এ ছাড়া নগর বিএনপির আহ্বায়ক কমিটির তিনজন যুগ্ম আহ্বায়ক ও চারজন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যরা ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতা। তা‌দের ম‌ধ্যে ছয়জন সাধারণ ও সংর‌ক্ষিত পদে বর্তমান কাউন্সিলর র‌য়ে‌ছে। ইতিপূর্বে যারা একা‌ধিকবার কাউন্সিলর নির্বাচিত হ‌য়ে‌ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *