Home বিশ্ব এরদোয়ানের নতুন মন্ত্রিপরিষদে যাঁরা
জুন ৪, ২০২৩

এরদোয়ানের নতুন মন্ত্রিপরিষদে যাঁরা

অনলাইন ডেস্ক,

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর নতুন মন্ত্রিপরিষদ ঘোষণা করেছেন। গতকাল শনিবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন তিনি।

এরদোয়ান গত ২৮ মে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারওলুকে পরাজিত করেন। শনিবার আঙ্কারায় শপথ নেন তিনি। এরপর নতুন মন্ত্রিপরিষদ ঘোষণা করেন। এরদোয়ান তাঁর আগের মন্ত্রিপরিষদের স্বাস্থ্যমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী ছাড়া অন্য সব সদস্যকে বদল করেছেন।

নতুন মেয়াদে এরদোয়ান সরকার দেশটির অর্থনৈতিক সংকট মোকাবিলা করাকে সবচেয়ে প্রাধান্য দেবে বলে মনে করা হচ্ছে। তুরস্কের সাবেক উপপ্রধানমন্ত্রী মেহমেত সিমসেককে নতুন মন্ত্রিপরিষদের অর্থমন্ত্রী করা হয়েছে।

তুরস্কে এখন মূল্যস্ফীতি ৪৩ দশমিক ৭০ শতাংশ। এর জন্য এরদোয়ান সরকারের সুদের হার কমিয়ে দেওয়ার নীতিমালা দায়ী বলে মনে করা হয়ে থাকে। জানা গেছে, এরদোয়ান সরকারের এসব নীতিমালার বিরোধী ছিলেন অর্থনীতিবিদ সিমসেক।
সিমসেক ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তুরস্কের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হন। তবে ২০১৮ সালে তুরস্কের মুদ্রা লিরায় ধস নামার আগে আগে তিনি পদত্যাগ করেন।

এরদোয়ানের মন্ত্রিপরিষদে আরও যাঁরা থাকছেন—

প্রতিরক্ষামন্ত্রী: ইয়াসের গুলের
স্বরাষ্ট্রমন্ত্রী: আলি ইয়েরলিকায়া
শিক্ষামন্ত্রী: ইউসুফ তেকিন
আইনমন্ত্রী: ইলমাজ তুঞ্চ
পরিবার ও সমাজসেবামন্ত্রী: মাহিনুর ওজদেমির গোকতাস
শ্রম ও সামাজিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী: বেদাত ইসিকান
পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী: মেহমেত ওজহাসেকি
জ্বালানি ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী: আলপারসলান বায়রাক্তার
যুব ও ক্রীড়ামন্ত্রী: ওসমান আসকিন বাক
সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী: মেহমেত নুরি এরসোয়
স্বাস্থ্যমন্ত্রী: ফাহরেত্তিন কোচা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *