Home ঐতিহাসিক ব্যক্তিত্ব স্ত্রীর মর্যাদা পেতে ছাত্রলীগ নেতার বাড়িতে এক সন্তানের জননী
জুন ৩, ২০২৩

স্ত্রীর মর্যাদা পেতে ছাত্রলীগ নেতার বাড়িতে এক সন্তানের জননী

অনলাইন ডেস্ক,

নীলফামারীর ডোমারে ছাত্রলীগ নেতার নারী কেলেঙ্কারি ঘটনা ফাঁস হয়ে পড়েছে। স্ত্রীর দাবি নিয়ে এক সন্তানের জননী তার বাড়িতে গিয়ে অবস্থান করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরের পর থেকে ছাত্রলীগ নেতার সাহাপাড়াস্থ বাড়িতে অবস্থান শুরু করেন ওই নারী। ওই নারীকে দেখে পালাতে গিয়ে পা মচকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ছাত্রলীগ নেতা পাপন।

জানা গেছে, ডোমার পৌর ছাত্রলীগের সভাপতি ও ডোমার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের ছোটরাউতা সাহাপাড়া এলাকার দেবরঞ্জন সর্বজ্ঞের ছেলে অভিজিৎ সর্বজ্ঞ পাপন। গত ৯ বছর আগে গোপনে বিয়ে করেন এক সন্তানের জননীকে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় অবস্থান করে। ঘটনার দিন স্ত্রীর দাবি নিয়ে ওই নারী ছাত্রলীগ নেতার বাড়িতে আসলে ঘটনা ফাঁস হয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নারী ছাত্রলীগ নেতা পাপনের বাড়িতে আসেন। তখন তাকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন পাপন। এ সময় ওই নারীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠে। এসময় ওই নারীর চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে ডোমার থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। সমাধানের এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পেছন দিয়ে পালানোর সময় পড়ে গিয়ে তার পা মচকে যায়। পরে পুলিশ হেফাজতে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রলীগ নেতাকে ভর্তি করা হয়।

ভুক্তভোগী ওই নারী বলেন, ২০১৩ সালে পাপনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। আমার একটি সন্তান রয়েছে এটা জেনে সে ২০১৪ সালে পঞ্চগড়ের বোদেশ্বরি মন্দিরে আমরা বিয়ে করি। পরে পাপন আমাকে বলে, এখন কাউকে কিছু জানাইও না। আমার মায়ের হার্টের সমস্যা, মাকে আমি ম্যানেজ করে তোমাকে বাড়িতে নিয়ে যাব। এখন তুমি ভাড়া বাসায় থাকো। আমি যখন সাহাপাড়া নারু সাহা নামের এক ব্যাক্তির বাড়িতে ভাড়া ছিলাম। সে সময় তার মা আমাদের সম্পর্কের কথা জানতে পেরে আমাকে গালিগালাজ করেন ও মারতে আসেন। পরে বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে বের করে দেন। পরে নীলফামারী ও ডোমার শহরের বিভিন্ন জায়গায় আমরা বাসা ভাড়া করে সংসার করে আসছিলাম।

কিন্তু গত একমাস হলো, পাপন আমার সঙ্গে আর দেখা করে না, খোঁজও নেয় না। এমনকি, আমার মোবাইল ফোনও রিসিভ করে না। এখন সে আমাকে স্ত্রী বলে অস্বীকার করছে। এরমধ্যে আমার তিন মাসের পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছে। আজ আমি তার বাড়িতে অবস্থান নিয়েছি স্ত্রীর মর্যাদা পেতে। সে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমি স্ত্রীর মর্যাদা চাই।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা অভিজিৎ সর্বঙ্গ পাপন বলেন, ওই নারীর তিনটা স্বামী আছে। সে বিভিন্ন জায়গায় মানুষকে ব্লাকমেইল করে টাকা নেয়। আমার কাছেও টাকা চায়। তার একটা ছেলে আছে। আমি অবিবাহিত একটা ছেলে। সে আজ পরিকল্পিতভাবে আমার বাড়িতে এসেছে। এরই মধ্যে পাপন এবং ওই নারীর অন্তরঙ্গ মেলামেশার কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *