Home সারাদেশ পরীক্ষা দিলেন দেরি করে আসা ভর্তিচ্ছু
জুন ৩, ২০২৩

পরীক্ষা দিলেন দেরি করে আসা ভর্তিচ্ছু

অনলাইন ডেস্ক,

নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পর কেন্দ্রে প্রবেশ করেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের উদারতায় পরীক্ষা দিতে পেরেছেন মেহেদি হাসান ফাহাদ নামের এক ভর্তিচ্ছু। শনিবার (৩ জুন) গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার কেন্দ্র কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজে ঘটনাটি ঘটে।

পরীক্ষার্থী মেহেদি হাসানের সঙ্গে কথা বলে জানা গেছে, তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি বাখরাবাদ থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে বের হলেও ভুল করে ক্যান্টনমেন্ট চলে যান। সেখানে লোকজনকে কেন্দ্রের ঠিকানা জিজ্ঞেস করলে তাকে ভুল পথ বলে। পরে এক পথচারী মাধ্যমে নিজ কেন্দ্রে এসে পৌঁছান।

ঘটনাস্থলে উপস্থিত থাকা দায়িত্বরত শিক্ষক ড. মিহির লাল ভৌমিক বলেন, ছেলেটি কেন্দ্র ভুল করে ক্যান্টনমেন্ট চলে গেছে- যার কারণে তার কিছুটা সময় দেরি হয়েছিল। মানবিক দিক বিবেচনা করে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে সর্বোচ্চ চেক করে পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দ্র প্রধান ড. শাহাদাৎ হোসেন বলেন, প্রশাসন থেকে আমাদের নির্দেশনা দেওয়া আছে, কোনও শিক্ষার্থী কিছু সময় দেরিতে এলেও যাচাই-বাছাই করে তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য। কারণ একজন শিক্ষার্থী হয়তো ভুলক্রমে অন্য কেন্দ্রে চলে যতে পারে। যার ফলে তার কেন্দ্রে আসতে কিছুটা সময় লাগতে পারে। এ ছাড়া পথে যানজটের একটা বিষয় আছে। এসব দিক বিবেচনা করে আমরা তাকে পরীক্ষার সুযোগ দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *