Home দুর্ণীতি ক্ষমতা হস্তান্তরের জন্য জুন পর্যন্ত সময় দিচ্ছি: মান্না
জুন ৩, ২০২৩

ক্ষমতা হস্তান্তরের জন্য জুন পর্যন্ত সময় দিচ্ছি: মান্না

অনলাইন ডেস্ক,

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঘোষণা করেন। এই মাস পর্যন্ত সময় দিচ্ছি। যদি এখনও গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চান, তাহলে আমরা সিদ্ধান্ত নেবো কীভাবে আপনাদের বিদায় করে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

শনিবার (৩ জুন) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন সরকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘সকল গণতান্ত্রিক রাষ্ট্র এই সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে। এদের পায়ের তলায় মাটি নেই। স্বৈরাচার, ভোট ডাকাত, অগণতান্ত্রিক সরকারের দিন শেষ। তাদের পৃথিবী ছোট হয়ে আসছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *