স্বর্ণের বারে শুল্ক দ্বিগুণ, ১টার বেশি আনলে বাজেয়াপ্ত
অনলাইন ডেস্ক নিউজ,
এ ছাড়া যেখানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার জন্য দুই হাজার টাকা শুল্ক পরিশোধ করা হতো, নতুন সংশোধনীতে প্রতি ভরিতে আরো দুই হাজার বাড়িয়ে শুল্ক-কর চার হাজার টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে এসব কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ‘আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুল সংশোধন করে স্বর্ণবার আনার ক্ষেত্রে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) শুল্ক দুই হাজার টাকা থেকে বৃদ্ধি করে চার হাজার টাকা করার প্রস্তাব করছি। কেউ যদি এর অতিরিক্ত সোনা আনেন সে ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান নেই, তাই সোনা বাজেয়াপ্ত করার প্রস্তাব করছি।’
এটি আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের ঘাটতি দুই লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা; যা মোট জিডিপির ৫.২ শতাংশ।