Home সারাদেশ সরকারি কলেজে আধিপত্য নিয়ে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ১০
জুন ১, ২০২৩

সরকারি কলেজে আধিপত্য নিয়ে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ১০

সিলেটের বিশ্বনাথে সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কলেজ ছাত্রদলের আহতরা হলেন- কামরান আহমদ, নাঈম আহমদ, নুমান আহমদ এনামুল ইসলাম ও লায়েক আহমদ। তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ছাত্রলীগের মধ্যে আহত হয়েছেন- উজ্জ্বল আহমদ, রেজা আহমদ ও আতিকুল ইসলামসহ ৪-৫ জন।

উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদলের কর্মীরা কলেজ ক্যাম্পাসে গিয়ে উত্তেজনামূলক আচরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় কলেজ ছাত্রলীগের কর্মীরা বাধা দিলে তারা সংঘর্ষে লিপ্ত হয়।

জানতে চাইলে কলেজ ছাত্রদলের ফাহিম আহমদ বলেন, ছাত্রলীগের হামলায় তার পাঁচজন সহপাঠী আহত হলে তাদের ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *