Home বিশ্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে না চীন, দুর্ভাগ্যজনক বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী
জুন ১, ২০২৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে না চীন, দুর্ভাগ্যজনক বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

অনলাইন ডেস্ক নিউজ,

সিঙ্গাপুরে আসন্ন প্রতিরক্ষা সম্মেলনে চীনা ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে বেইজিং৷ দক্ষিণ চীন সাগরে সাম্প্রতিক উত্তেজনার জন্য পরস্পরকে দায়ী করছে দুই দেশ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রধানদের মধ্যে বৈঠক প্রত্যাখ্যান করার বেইজিংয়ের সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’, বিশেষ করে সাম্প্রতিক ‘উসকানিমূলক’ চীনা আচরণের পরিপ্রেক্ষিতে। খবর এএফপির।যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানের কাছে ‘অপ্রয়োজনীয় আগ্রাসনমূলক রণকৌশল’ চালানোর জন্য ওয়াশিংটন বেইজিংকে অভিযুক্ত করার কয়েক দিন পর এমন মন্তব্য করা হলো।

সিঙ্গাপুরে যাওয়ার আগে এক সংক্ষিপ্ত সফরে টোকিওতে থাকা অস্টিন চীনের এমন সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেন।
তিনি আরো বলেন, চীন সম্প্রতি আমাদের বিমান এবং মিত্রদের বিমানকে উসকানিমূলকভাবে বাধা দেয়, যা খুবই উদ্বেগজনক ছিল। আমি এমন ঘটনা নিয়ে উদ্বিগ্ন, যেটি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’ মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, চীনের যুদ্ধবিমানের এক পাইলট গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের ওপর পরিচালিত আমেরিকার একটি গোয়েন্দা বিমানের কাছে ‘অপ্রয়োজনীয়ভাবে’ আগ্রাসনমূলক রণকৌশল চালায়।
সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *