Home স্বাস্থ্য সংবাদ ‘একটি গাছ বছরে ৯ হাজার কেজি অক্সিজেন দেয়’
জুন ১, ২০২৩

‘একটি গাছ বছরে ৯ হাজার কেজি অক্সিজেন দেয়’

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বৃহস্পতিবার মাসব্যাপী বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।  মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ মুনীর চৌধুরী সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাদুঘরের উত্তর প্রাঙ্গনে লেবু ও বাগানবিলাস চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।

মুনীর চৌধুরী বলেন, মহান আল্লাহ বৃক্ষরাজিকে সৃষ্টির কল্যাণে সৃজন করেছেন। একটি পরিপূর্ণ বৃক্ষ বছরে ৯ হাজার কেজি অক্সিজেন দেয়, ৭ হাজার কেজি কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে। অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানবসভ্যতা টিকিয়ে রাখতে বৃক্ষের অবদান অপরিমেয়। বিজ্ঞান জাদুঘর চত্বরে কোন পতিত জমি খালি পড়ে থাকবে না, সবুজে আবৃত করে এ স্থানকে পরিবেশ সুরক্ষার অনন্য স্থানে পরিণত করা হবে।

তিনি আরও বলেন, গাছ মানুষের প্রকৃত বন্ধু। গাছ অক্সিজেন ছাড়াও ছায়া দিয়ে প্রকৃতিকে শীতল রাখে, আসবাবপত্র তৈরির কাঠ ও জ্বালানির যোগান দেয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ভেষজ গাছ ও ফুলের চারা রোপণ করা হয়। চার বছর ধরে জাদুঘর চত্বরের পতিত জায়গায় চলছে ব্যাপক সবুজায়ন কর্মসূচি, যা সবার প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *