মামলার সাক্ষ্য নিয়ে আইনজীবীদের হাতাহাতি
অনলাইন ডেস্ক,
মঙ্গলবার (৩০ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে দুপুর ২টার পর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা আদালত কক্ষে অবস্থান নিলে তৈরি হয় অচলাবস্থার। পরে বিচারক এজলাস ছেড়ে চলে যান।প্রত্যক্ষদর্শীরা জানান, সাক্ষ্যগ্রহণের সময় এজলাসের ভেতরে ছবি তোলাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এসময় বিএনপিপন্থী আইনজীবীদের কয়েকজন বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করেন। এরপর আদালতের বাইরে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।