Home বিনোদন ‘মদ্যপ’ অবস্থায় নাচ, তীব্র সমালোচনার কবলে তানজিন তিশা
মে ৩০, ২০২৩

‘মদ্যপ’ অবস্থায় নাচ, তীব্র সমালোচনার কবলে তানজিন তিশা

অনলাইন ডেস্ক নিউজ,

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিয়মিত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে। চলচ্চিত্রেও কাজ করার কথা চলছে তার।

সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।

ওই ভিডিওতে আরো দেখা যায়, তানজিন তিশা অশ্লীল ভাষায় কথা বলছেন আবার গানের তালে তালে নাচছেন।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠ’র কাছে একাধিক শোবিজ তারকা শিল্পী সংঘের দৃষ্টি আকর্ষণ করে তার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানিয়েছেন। এমন শিল্পীদের কারণেই অন্য শিল্পীদের ইমেজ ক্ষুণ্ন হয় বলে মনে করছেন তারা।

এ ছাড়া অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়ে বলেন, ‘দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আমি নিশ্চিত, ওর (রা‌জের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটা আমরা সবাই জানি, প্রকাশ্যে হৈচৈ করতে যার কোনো কারণ লাগে না (সে-ই করেছে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *