Home দুর্ণীতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৭২ জন হাসপাতালে
মে ২৯, ২০২৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৭২ জন হাসপাতালে

ডেঙ্গি মৌসুমের আগেই এবার এডিস মশাবাহিত ভাইরাসে আক্রান্ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গি শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৮ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে কেউ মারা যাননি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২২৬ জন ডেঙ্গি রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৯৮ জন এবং অন্যান্য বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এতে বলা হয়, সারা দেশে চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৮৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ২৩৫ জন এবং ঢাকার বাইরে ৬০৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬০৪ জন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ২৭ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫৭৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩ জন প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *