Home খেলা হজে যাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম
মে ২৯, ২০২৩

হজে যাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

জুন মাসের দ্বিতীয় সপ্তাহে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সঙ্গে তার মা যাবেন হজ পালন করতে। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে- পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ ও ফখর জামানসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এবার হজে যাচ্ছেন।চলতি বছরের শুরুতে ওমরাহ পালন করেছেন বাবর আজম, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও হারিস রউফ। পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুর জানিয়েছেন, এ বছর পাকিস্তান থেকে ১ লাখ ৭৯ হাজার ২১০ জন হজ পালনে যাচ্ছেন।

আমেরিকার বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও তারকা ওপেনার মোহাম্মদ রিজওয়ান। প্রথম কোনো ক্রিকেটার হিসেবে তারা বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হয়েছেন। আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত তাদের ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *