বিএনপি নেতা নোমানের গাড়িতে হামলা: পাল্টাপাল্টি মামলা
অনলাইন ডেস্ক,
খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের জেরে খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মামলা করেছে।
খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান বাদী হয়ে আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ ১১০ জনের নাম উল্লেখ করে এবং আরও দেড় থেকে দুই শতাধিক নেতা–কর্মীকে আসামি করে মামলা করেন। মামলায় আওয়ামী লীগের নেতা–কর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে খাগড়াছড়ি জেলা বিএনপির আইনবিষয়ক সহসম্পাদক রতন কুমার ত্রিপুরা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনকে প্রধান আসামি করে ১০৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এই মামলায় আওয়ামী লীগের আড়াই শতাধিক নেতা–কর্মীকে আসামি করা হয়েছে। মামলায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীকে হুকুমের আসামি করা হয়।
আমলি আদালত খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান এ ধরনের কোনো নির্দেশনা পাননি বলে জানান।
খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়িবহরে হামলা, পাল্টা অভিযোগ আওয়ামী লীগের
গত ২৬ মে খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে আওয়ামী লীগের অফিসের সামনে আবদুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত পাঁচজন আহত হন। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করছ।