রুনা লায়লাকে নিয়ে তিন্নির স্বপ্নপূরণ
প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার দারুণ ভক্ত এ প্রজন্মের সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। গত কয়েক বছর ধরে সংগীতাঙ্গনে কাজ করলেও প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখা বা তার সান্নিধ্যে আসার সুযোগ হয়নি তার। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।কিছুদিন আগে মা দিবস উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মা পদক’ অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্বে ছিলেন তিন্নি। সেই ক্ষণটি তার জন্য ছিল স্মরণীয়।
সে ঘটনা উল্লেখ করে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে তিন্নি লিখেছেন, ‘সেদিন প্রথমবার কিংবদন্তি শিল্পী, আমার অনেক শ্রদ্ধার রুনা লায়লা ম্যামকে দেখলাম। মা পদক অনুষ্ঠানে তাকে আমি একদম কাছ থেকে সরাসরি দেখতে পাই।
শুধু দেখতে পাওয়াটাই আমার কাছে যথেষ্ট ছিল। তবে যখন নিজে ফুল দিয়ে ম্যামকে বরণ করলাম, সেটা ছিল আমার জন্য অনেক বিশেষ একটি মুহূর্ত। ম্যাম মন ভরে দোয়া করলেন।
আর সবচেয়ে বড় পাওয়া ছিল তিনি আমার নাম ধরে ডেকে আদর করেছেন। তিনি আমার নাম জানেন এবং আমাকে তিনি মনে রেখেছেন, শিল্পী জীবনে আমার অর্জনের তালিকায় এ ঘটনাটি শীর্ষে থাকবে।’