নতুন করে আলিয়ার প্রেমে পড়তে চান নওয়াজ
বলিউডের অন্যতম কৃতী ও সফল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বাণিজ্যিক ছবির পাশাপাশি সমান্তরাল ঘরানার ছবিতে কাজ করে অভিনেতা হিসাবে নিজের জাত চিনিয়েছেন তিনি। ওটিটি প্ল্যাটফরমেও নিজস্ব দর্শক তৈরি করেছেন তিনি। তবে এখন পর্যন্ত রোমান্টিক ঘরানার ছবিতে খুব একটা দেখা যায়নি নওয়াজকে। ‘ফটোগ্রাফ’, ‘মোতিচুর চখনাচুর’ ছবির পরে সম্প্রতি ‘যোগীরা সারা রা রা’ ছবির মাধ্যমে প্রেমের ছবিতে ফিরেছেন অভিনেতা।
তবে শুধু ছবিতেই নয়, বাস্তবেও প্রেমে ফিরতে চান নওয়াজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন ‘সিক্রেট গেমস’খ্যাত তারকা।
গত বছর থেকে একটানা দাম্পত্য কলহ ও সেই সংক্রান্ত মামলার সঙ্গে ঝুলছেন নওয়াজ। অভিনেতার বিরুদ্ধে প্রতারণা ও গার্হস্থ্য হিংসার মামলা করেছিলেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী।
অভিনেতার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েও আদালতের দ্বারস্থ হন আলিয়া। পাল্টা আলিয়ার বিরুদ্ধেও মানহানির মামলা ঠুকেছিলেন নওয়াজ। এমনকি স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহে জড়িয়ে পড়েছিল তাদের দুই সন্তানও।
শেষ পর্যন্ত আদালতের মধ্যস্থতায় মীমাংসা হয় নওয়াজ ও আলিয়ার দাম্পত্য কলহের। তবে সেসব তিক্ততা ভুলে এবার বাস্তবজীবনে এগোতে চান অভিনেতা।
আবার প্রেমে পড়তে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘প্রেমে পড়া তো ভালো ব্যাপার! প্রেম খুবই ভালো জিনিস। প্রেমে পড়ুন, প্রেমে থাকুন। সেটি ভীষণ গুরুত্বপূর্ণ। আমি নিজেও খুব প্রেমিক মানুষ।’ বাস্তবজীবনে কী তবে নতুন করে প্রেমে পড়েছেন নওয়াজ়?
অভিনেতার কথায়, ‘আমি সিনেমা ভালোবাসি, তা ছা়ড়া আরও অনেক কিছু ভালোবাসি। জীবনে ভালোবাসার জিনিস থাকা খুব দরকার।’
এখানেই শেষ নয়। প্রেম নিয়ে কথা বলতে গিয়ে নওয়াজ বলেন, ‘প্রেম তো মফস্বলেই হয়। বড় বড় শহরে যেটা হয়, সেটি বোঝাপড়া। ছোট শহরে মানুষ নিজের মনের কথা প্রকাশ করতে ভয় পায় না। প্রেমে পড়ার জন্য তাদের টাকার অঙ্কের হিসাব করতে হয় না।’
সম্প্রতি মুক্তি পাওয়া রোমান্টিক-কমেডি ঘরানার ছবি ‘যোগীরা সারা রা রা’-তে ঘটকের চরিত্রে দেখা গেছে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।
অভিনেতা জানান, বাস্তবজীবনেও নিজের বন্ধুদের জন্য ঘটকালি করেছেন তিনি। সফলও হয়েছেন বেশ কিছু ক্ষেত্রে। অতীতের তিক্ততা কাটিয়ে নিজের জীবনে প্রেমেও কি সাফল্য পাবেন নওয়াজ। প্রশ্ন কৌতূহলী অনুরাগীদের।