Home বিনোদন ভিকিকে সালমানের কাছে যেতে দিলেন না নিরাপত্তারক্ষীরা
মে ২৬, ২০২৩

ভিকিকে সালমানের কাছে যেতে দিলেন না নিরাপত্তারক্ষীরা

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন ভিকি কৌশল। সম্প্রতি তিনি একটি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তাও আবার বলিউড ভাইজান সালমানের নিরাপত্তারক্ষীর হাতে! সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো হতবাক সবাই। সবার মুখে একটিই কথা— এ রকমটাও হতে পারে!

এ ঘটনায় ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, আইফা পুরস্কারের জমজমাট অনুষ্ঠানের জন্য প্রায় গোটা বলিউড উড়ে গেছে আবুধাবিতে। এবারের এই শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ভিকি কৌশল ও অভিষেক বচ্চন। সেই অনুষ্ঠানেরই সাংবাদিক বৈঠকে ভিকির সঙ্গে ঘটল এমন একটি ঘটনা।

ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সালমান অনুষ্ঠানের দিকে এগিয়ে আসছেন। সালমানকে দেখতে পেয়ে শুভেচ্ছা বিনিময়ের জন্য তার দিকে এগিয়ে যান ভিকি। আর তখনই সালমানের নিরাপত্তারক্ষীরা রীতিমতো হাত দিয়ে সরিয়ে দেন ভিকিকে।

ভিকিকে দেখে সালমানের চোখেমুখেও বিরক্তির ছাপ স্পষ্ট। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনুরাগীরা বলেছেন, ক্যাটরিনা কাইফকে বিয়ে করার জন্যই ভিকির এমন হাল। ক্যাটরিনার স্বামী বলেই ভিকির সঙ্গে সালমানের এমন আচরণ। তবে এ নিয়ে মুখ খোলেননি ভিকি-সালমান কেউ-ই।

No matter who you are, you have to clear the path when Tiger is on his way.

The persona of #SalmanKhan ? pic.twitter.com/pRSB7iwQ82

— MASS (@Freak4Salman) May 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *